কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: হরতাল ডেকে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর. অগ্নিসংযোগ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর ইত্যাদি তান্ডব লীলা চালিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে রহিমানগর বাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি রহিমানগর বাজার এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে চৌ- রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সওদাগর, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক মাষ্টার, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি প্রিন্স মানিক ও কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক শামস্ মিঠু প্রমুখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/