প্রতিনিধি
কচুয়ায় ফরহাদ হোসেন (২৫) হ্যান্ডকাপসহ পালাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ায় থানার সাব ইন্সপেক্টর ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে হাতকড়া পরা অবস্থায় তাকে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সঙ্গীয় ফোর্স নিয়ে করইশ গ্রামের মফিজ উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ফরহাদকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে হাতকড়া (হ্যান্ডকাপ) পরিহিত অবস্থায় আসামী ফরহাদ দেঁৗড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও হ্যান্ডকাপ নিয়ে পালানোর ঘটনায় অন্য একটি মামলা দায়ের করা হয়। এদিকে হাতকড়াসহ ফরহাদকে গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক জনতা থানা প্রাঙ্গণে ফরহাদকে দেখতে ভিড় জমায়।