প্রতিনিধি
কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের হাশিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১০৫ বছরের এক বৃদ্ধ মুসলিম ধর্মের প্রতি বিশ্বাস ও আনুগত্য হয়ে নিজ ধর্ম ত্যাগ করেছেন। তার বর্তমান নাম মোঃ আবু বকর সিদ্দিক (পূর্বের নাম- যতীন্দ্র চন্দ্র মণ্ডল)। সে গত ৮ ফেব্র“য়ারি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হাশিমপুর গ্রামের অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণকারী আবু বকর সিদ্দিক ৪ সন্তানের জনক। প্রায় ৩০ বছর পূর্বে তার দুই সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে অন্যত্র বসবাস করছে। পরে সে মুসলমান ধর্মের প্রতি আনুগত্য হয়ে তার ছেলেদের মতো মুসলমান ধর্ম গ্রহণ করে। এ ঘটনায় হাশিমপুর (মিয়ার বাজার) এলাকার মুসলমানদের মধ্যে আনন্দ-উৎসব লক্ষ্য করা গেছে। এদিকে আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে এক নজর দেখতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভীর জমায় এবং তাকে বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দেন এলাকাবাসী।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।