প্রতিনিধি
কচুয়ায় পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। হতভাগ্য ওই গৃহবঁধূর নাম শিল্পী আক্তার (৩০)। সে উপজেলার বিতারা গ্রামের আব্দুল মালেকের দ্বিতীয় স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলার বিতারা গ্রামের অধিবাসী কৃষক আব্দুল মালেক প্রায় ১০ বছর পূর্বে একই উপজেলার মাঝিগাছা গ্রামের মনু মিয়ার কন্যা শিল্পী আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে খাদিজা আক্তার (৮) ও আবু সাঈদ (৫) নামের দু’টি সন্তান জন্ম নেয়। নিহত শিল্পী আক্তারের মেয়ে খাদিজা আক্তার জানায়, গত বৃহস্পতিবার রাতে তার মা শিল্পী আক্তারের সাথে তার দাদীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাধ হয়। একপর্যায়ে শিল্পী আক্তার রাগে অভিমানে রাত ১১টায় নিজ গৃহে বিষপান করে। পরে সে বিষের যন্ত্রণায় ছটফট শুরু করলে স্থানীয় লোকজন মধ্যরাতে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন শুক্রবার ভোর সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর শিল্পী আক্তারের স্বামী আব্দুল মালেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের মামাত ভাই আল আমিন বাদী হয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।