কচুয়া প্রতিনিধি :কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাসেদুজ্জামান বাচ্চু সরকার (আনারস প্রতীকে) ৯,২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী জাকির হোসেন (কাপ-পিরিচ) পান ১,৩৬১ ভোট।
এদিকে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী জাকির হোসেন নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দুপুরে নির্বাচন বর্জন করেন।
গত ২৭ ডিসেম্বর এ ইউপির চেয়ারম্যান কাজী আরিফুল ইসলাম কাজলের মৃত্যুজনিত কারণে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হয়।