আবু সাঈদ,
কচুয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তথ্য গোপন, আয়-ব্যয় হিসাবে গড়মিল, পেশাগত তথ্য গোপন, ভোটার নম্বর ভুল ইত্যাদি কারনে রবিবার বিকালে রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন মেয়র পদে ২ ও সাধারন কাউন্সিলর পদে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। মেয়র পদে বাতিল করা হয়েছে আওয়ামীলীগের আহসান হাবীব প্রানজল ও বিএনপির এমএম সফিকুল ইসলাম রুবেলের মনোনয়ন পত্র। মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ জন সাধারন কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন-১নং ওয়ার্ডে জহিরুল আলম, ৩নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল-মামুন ও কামাল হোসেন গাজী, ৪নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডে এরশাদ প্রধান ও কামাল হোসেন, ৯নং ওয়ার্ডে আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন-কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও কচুয়া উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন।