আবু সাঈদ, কচুয়াঃ
কচুয়া পৌর মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন নৌকা প্রতীক নিয়ে এলাকায় ব্যাপক গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কোয়া, কড়ইয়া, কচুয়া পৌর বাজারে ব্যাপক গনসংযোগ করেন এবং ভোটারদের মাঝে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করেন। ভোট প্রার্থনা কালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন-আমাকে ৩০ ডিসেম্বর নৌকা মার্কা ভোট দিয়ে পৌর মেয়র নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল আলম স্বপন বলেন-আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে সমতা অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডের সংস্কারযোগ্য রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও ব্রীজ সহ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ সুপেয় খাবার পানি সংযোগ দেয়া সহ বিভিন্ন উন্নয়মূলক কাজের প্রতিশ্রুতি দেন। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভুইয়া মোঃ ফয়েজ উল্ল্যা মানিক।