কচুয়া: কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলম সিকদারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টায় তার হরিপুরের নতুন বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ কচুয়া থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, সাংবাদিক খোরশেদ আলম সিকদারের বিরুদ্ধে একই উপজেলার মাঝিগাছা গ্রামের অধিবাসী, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান পাটওয়ারীর দায়ের করা চাঁদাবাজির মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার সাংবাদিক খোরশেদ আলম সিকদারকে আটক করার পর কচুয়া প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকরা আটকের ঘটনা জানতে চাইলে ওসি আরো জানান, মুজিবুর রহমান মাস্টারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে স্থানীয় সাংবাদিকরা মুজিবুর রহমানের সাথে কথা বলতে চাইলে কচুয়া থানার সেকেন্ড অফিসার মোঃ সাদেকুর রহমান সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে মামলার বাদী মুজিবুর রহমান মাস্টারকে সাংবাদিকদের সামনেই জোরপূর্বক এজাহার নামায় স্বাক্ষর করান।
এদিকে থানায় আটককৃত সাংবাদিক খোরশেদ আলম সিকদার জানান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছালমা শহীদ ও তার স্বামী শহীদ দর্জির বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কাটা, টিআর কাবিখা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করায় তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা সাজিয়ে আমাকে অহেতুক গ্রেফতার করে হররানি করছে।
অপরদিকে কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক খোরশেদ আলম সিকদারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। একই সাথে তারা অবিলম্বে সাংবাদিক খোরশেদ আলম সিকদারের মুক্তি দাবি করেন।