কচুয়া(চাঁদপুর) সংবাদদাতা: লকডাউন শুরুর আগের দিন রোববার কচুয়ার বিভিন্ন বাজারে কেনা কাটা করার জন্য মানুষের ঢল নেমেছে রাস্তা ঘাট, দোকান পাটে। প্রায় প্রতিটি বাজারে প্রচন্ড মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল লক্ষনীয়। লকডাউন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিত ব্যাবস্থা আগেই সামাজিক দূরত্ব ভাঙ্গার মহোৎসব।
লকডাউনকে ঘিরে রবিবার সকাল থেকে কচুয়া পৌর বাজার, রহিমানগর বাজার ,সাচার, পালাখাল, মিয়ার বাজার ও শুয়ারুল বাজার ঘুরে দেখা যায় কেনা কাটার জন্য মানুষের ভিড় লেগে থাকার দৃশ্য। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে সেই ভিড়। সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি যেন তাঁরা ভুলে গেছে এমনটিই মনে হয়েছে।
পৌর বাজারে কেনা কাটার জন্য আসা আকিব ও বিনয় বলেন, গতবছর ও সরকার করোনা ভাইরাসের দরুন হঠাৎ লকডাউন দেয়, এতে করে প্রয়োজনীয় কেনা কাটা করতে পারেনি।তাই এখন কিছু কেনা কাটা করতে এসেছি। এ দিকে বাজার ব্যবসায়ীরা সুযোগ বুঝে মালামাল সামগ্রী অন্য দিনের তুলনায় বেশি দামের বিক্রি করে কাঁচা টাকা কামিয়ে নিচ্ছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডাঃ সোহেল রানা জানান- আজ (রবিবার) রাস্তা-ঘাট, হাট বাজার ও দোকান পাটে যে ভিড় লক্ষ্য করছি তাতে এই উপজেলায় করোনার সংক্রমন আরো মারাত্মক হতে পারে। লোকজন সামাজিক দূরত্ব মানা সহ স্বাস্থ্য বিধি মেনে না চললে করোনার ভয়াল থাবা থেকে কেউ রক্ষা পাবে না।