মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পুর্ব ইসলামাবাদে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)।
প্রধান অতিথির বক্তব্যে দুইবারের সফল চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) বলেন, জনগনের এই ভালবাসার প্রতিদান আমি কিভাবে দিব বুজতে পারছি না। যেভাবে আপনারা আমাকে ভালবাসেন তার মূল্য আমি দিতে পারবো না। তবে আজকে কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সেবা করে যাব। এই ইউনিয়নবাসী আমাকে অনেক কিছু দিয়েছেন তাই সবসময় আমি তাদের পাশে থেকে সেবা করবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, উন্নয়নের কথা কি বলব, যা উন্নয়ন হয়েছে তা আপনাদের চোখের সামনে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করেছেন আমিও আমার ইসলামাবাদ ইউনিয়নে সেভাবে উন্নয়ন করেছি। আরও যেখানে যা লাগবে বলবেন আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবো। সভায় স্বতঃফুর্তভাবে অংশগ্রহন করায় ৯নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় সাধারণ জনগণ বলেন, আমাদের ইউনিয়নে যা যা দরকার বাতেন চেয়ারম্যান সব কাজ করে দিয়েছেন। এখন আমরা চেয়ারম্যানকে দিব। আমরা তার কাছ থেকে সব ধরনের সেবা পেয়েছি। সুতরাং আগামী নির্বাচনে বাতেন চেয়ারম্যানকে দলমত নির্বিশেষে বিপুল ভোটে নির্বাচিত করবো। কারণ বাতেন চেয়ারম্যান নিজেই একটি উন্নয়নের প্রতীক। এই উন্নয়নের প্রতীককে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব। আমরা চাই সবসময় চেয়ারম্যান হিসেবে তিনি আমাদের পাশে থাকবেন।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশেক উল্লাহ এর সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান এবং আওয়ামীলীগ নেতা জরিপ হোসেনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক ফারুক সরকার, সমাজসেবক লোকমান হোসেন, আশেক উল্লাহ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়াজী, সমাজসেবক শামছুদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলী হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, ডাঃ হানিফ, ময়না আক্তার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ছাত্রী সেহরুপা ইসলাম, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দলু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হিমু প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/