খোরশেদ আলম শিকদার :
নুরুল আজাদ আর আমাদের মাঝে নেই। তিনি নুরুল আজাদ থেকে হয়ে গেলেন মরহুম নুরুল আজাদ।। গত ১০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার সময় চির বিদায় নিলেন এ মায়াবী দুনিয়া থেকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ১২ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ ঘটিকার সময় জানাযা শেষে বাতাবাড়িয়া জামে মসজিদ সংলগ্ন মরহুমের পারিবারিক কবরস্থানে চির শায়িত করা হয়। আর কখনও ফোনে কিংবা সরাসরি দেখা মিলবেনা এ দানশীল মানুষটির সঙ্গে। তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হয়ে গেল কচুয়া বাসীর। যেমনি ক্ষতি হয়েছে আরেক দানশীল ও শিল্পপতি আলহাজ¦ মরহুম মীর মোহাম্মদ মীর ইকবাল হোসেনের মৃত্যুতে। এখন শুধু কথা বলে শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দান-অনুদান।
চির নিদ্রায় শায়িত বিশিষ্ট্য শিল্পপতি ও শিক্ষানুরাগী দানশীল এবং অষ্ট্রেলিয়া শাখা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আজাদ। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউপি’র বাতাবাড়িয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী বেগম লুৎফারা আজাদ,৩ ছেলে ফয়সাল আজাদ রুবেল, মামুন আজাদ, কাইয়ুম আজাদ মেয়ে কামরুন্নাহার সোনিয়া আজাদসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম নুরুল আজাদ অষ্ট্রেলিয়া ব্যাবস্যা করতেন। তার নিজস্ব অর্থায়নে তার গ্রামের বাড়িতে ১৫০ শতক (দেড় একর) জায়গা ক্রয় করে ১৯৯২ সালে মনপুরা বাতাবাড়িয়া জাফরআলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি স্থাপন করে তার দাদা মরহুম জাফর আলী মজুমদারের নামে স্কুলের নাম করন করেন। বিদ্যালয়টি ১৯৯৫ সালে এমপিও ভূক্তকরন হয়। তার পূর্বে তার নিজস্ব তহবিল থেকে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতেন। একই স্কুলের পাশে ১৯৯৫ সালে নুরুল আজাদ কলেজটি স্থাপন করেন। কলেজটি তার নিজের নুরুল আজাদ এর নামে নাম করন করা হয়। ১৯৯৯ সালে ১৩৭নং বাতাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টি তার বাতাবাড়িয়া গ্রামের নামে নাম করা হয়। তিনি গ্রামে একটি মাদ্রাসা স্থাপনেরও উদ্যোগ নেন। এছারা তিনি এলাকার মসজিদ,মাদ্রাসায় ও অসহায় মানুষদের বিপদে আপদে সহায়তা দিয়ে আসছিলেন। তিনি একজন দানশীল ব্যাক্তি হিসেবে খ্যাত রয়েছেন।
তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর,চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার শহিদুল ইসলাম,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাজান শিশির, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন,সাধারন সম্পাদক শাহজালাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হানিফ, মনপুরা বাতাবাড়িয়া কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম,মনপুরা বাতাবাড়িয়া স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।