সাথে রাখে গাজা
মুহাম্মদ আবুল কালাম
চলছে বিশ্বে ঈমান নিয়ে
টানা হিছড়ার খেলা
দেখতে দেখতে কারও আবার
কেটে যায় বেলা
সত্য বলে কেউ দেশে
হতে চায় সেরা
কেউ বা আবার গুজব রটিয়ে
বনে যায় গাধা
কেউ বা আবার প্রেম দেখাতে
হতে চায় রাধা
গরিবের জন্য দান করে
কিন্তু সাথে রাখে গাজা
কেউ বা বেকার দূর করিতে
খুলে কারখানা
পরে দেখি সেখানে চলে
সমাজ ধ্বংসের আস্তানা
কাউকে দেখি মদ কিনছে
খরচ করে টাকা
পাশে দেখি ভাল কাজে
পড়ে আছে ফাকা
এ হলো মিষ্টি ভাষীদের
আজব জীবন চাকা
ভাল হতে সবাই বলছে
তবুও নীতি বাকা ।
কলম গুতায় যারা
মুহাম্মদ আবুল কালাম
শত শত সাইন বোর্ড
লক্ষ ডিজিটাল ব্যানার
সর্ব স্থানে লেখা আছে
এটি সৎ লোকেরই স্থান।
পত্র পত্রিকায় চোখ মেলে দেখি
নিচ্ছে সৎ লোকেরা ক্রেস্ট
তবুও শুনি দেশটা কেন আজ
দূর্নীতি করেছে শেষ।
এর মাঝে বলি যদি
দূর্নীতি লোক কারা
তবে গবেষনায় বেরিয়ে আসে
কলম গুতায় যারা।
দেশে দেশে চলছে মিছিল
সবাই দেশ প্রেমিক
তবে হট্টোগল ছাড়া
কেন দেশে পায়না শান্তির দিক
বড় বড় অনুষ্ঠানে
শুনি প্রধান অথিতির ভাষা
পরে জানি টাকা দিয়ে
স্টেজ কিনলেন নেতা
টাকা ছাড়া আজ সৎ লোক হওয়ার
কোন সুযোগ নেই
তাই আমাদের কৃষক ছোলেমান ভাইদের
সৎ হয়েও কোন মূল্য নেই।