গেলেন স্বামীকে মারতে
মুহাম্মদ আবুল কালাম
বৈশাখ গেলো জ্যৈষ্ঠ এলো
কাঠাল এলো হাটে
দুষ্টু পয়ে তুষ্টু হয়ে
বল্টু ভিজে গেলো গঞ্জে।
সুন্দরী শালী আছে ঘরে
তাই কাঠাল কিনলো সখে
এ কাঠাল টি খাওয়াবে সে
শালী আর বউ কে।
আর ও কিজে মন্তব্য সে
করল মনে মনে
স্বপ্ন দেখলো শালীকে নিয়ে
বসে আছে পার্কে।
নানান রকম স্বপ্ন দেখতে দেখতে
এলো মাঝ পথে
পিছলা কাদায় আচার খেয়ে
কাঠাল গেলো গলে।
তারই মাঝে ভালো খারাপ
ছিলো অর্ধাঅর্ধি
ভালো যা খাবে তা
সুন্দরী শালী।
খারাপ গুলো খাবে নাকি
গর্ভধারণী!
বৃদ্ধ বাবা শুনলো যখন
ছেলের এমন কথা
আচম্কা ভাব আসলো মনে
বাবা পেলেন ব্যথা।
বাবার দুঃখ হয়তো খোদা
করে নিলেন কবুল
যার ফলে হয়তো তাদের মাঝে
হয় সাগর ভরা ভূল।
শালী বউ দু জনেই
হলো তারা যমজ
বউ ভেবে বল্টু শালিকে
করতে চাইলো কবজ।
বউ বিবি অনেক রাগি
ব্যথা পেলেন মনে
তাই ঝাড়ু হাতে অগ্নি হয়ে
গেলেন স্বামীকে মারতে!
পাশের ঘরে অবুঝ মা
যখন শুনলেন ছেলের কান্না
ছেলের শোকে আর্তনাদ
হলেন দিশে হারা।
এবার ছেলে বুঝতে পারলো
কে সব চেয়ে আপন
তাই ভূল সুধরিয়ে ক্ষমা চেয়ে
ধরলেন মায়ের চরন।
প্রতিষ্ঠাতা হাজীগজ্ঞ সাহিত্য সিন্ধু পরিবার
০১৮১১-১৭৫৬৫২