চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে ঘুমন্তবস্থায় গৃহবধুর পেটে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কমলাপুর জব্বর ঢালীর দোকানের সামনে উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। গুরতর রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধু পারভীন বেগমকে উদ্ধার করে তার স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। পরে তার অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। এ ঘটনায় গৃহবধুর স্বামী ছলেমান উকিল বাদি হয়ে তার বড় হোসেন উকিলের ছেলে সাইফুল ইসলামকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় ছলেমান উকিল জানায়, পারিবারিক কলহের জেরে তার ভাইয়ের ছেলে সাইফুল ২ জনকে সাথে নিয়ে ঘরের প্রবেশ করে পারভীনকে ছুরি দিয়ে আঘাত করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ও তার ছেলের সাথে বাকবিতণ্ডা হয়। সে প্রতিশোধ নিতে পারভীনকে মেরে ফেলতে এই ঘটনা ঘটায়। ঘটনার দিন রাতে দরজা খোলা রেখে ঘরে পারভীন একা ঘুমিয়ে পরে। ঐ সুযোগে প্রতিপক্ষরা ঘরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। গতকাল শুক্রবার আহত পারভীনকে ঢাকা মেডিকেল হাসপাতালে অপারেশন করার পর তার জ্ঞান ফিরে আসে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।