স্টাফ রিপোর্টা ॥
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল- ১২ এর বিষ্ণুদী মাদ্রাসা রোডের মহল্লা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে বিষ্ণুদী মাদ্রাসায় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে, সাধারন সম্পাদক সাংবাদিক মিজানলিটনের পরিচালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, পৌর কমিউনিটি পুলিশিং এর সন্ময়কারী মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ। বিশেষ আতথীর বক্তব্য রাখেন, অঞ্চল- ১২ এর সাধারন সম্পাদক ডা: ছফিউল্লাহ, সহ-সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন মিলন,অধক্ষ্য মোশারফ হোসেন লিটন।এছারা আরো বক্তব্য রাখেন, প্রফেসর মামুনুর রশিদ, গোলাম মুরতোজা অপেল, বিষ্ণুদী মাদ্রার অধ্যক্ষ মাও: জসিম উদ্দিন, মফিজ মজুমদার,আ:ছাত্তার মিয়া, ডা:আ:রহমান, কামাল মুন্সি, ছামছুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং অঞ্চল- ১২ এর বিষ্ণুদী মাদ্রাসা রোডের পুনাঙ্গ মহল্লা কমিঠি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হলেন গিয়াস উদ্দিন ভ’ইয়া, সাধারন সম্পাদক সাংবাদিক মিজান লিটন, সহ-সভাপতি মফিজ মজুমদার, ডা:আ:রহমান, কামাল মুন্সি, অর্থ সম্পাদক শরিফ সরকার, প্রচার শামছুল আলম, সদস্য: আবুল পাটোয়ারী,ইঞ্জি:আ: ছাত্তার মিয়া, সাহ আলম মিয়া, সোহেবুর রহমান, গোলাম মুরতোজা আপেল, আলমগীর ভ’ইয়া, সেলিম পাটোয়ারী, কবির ভ’ইয়া, খালেক,মিলন, লিটন খান,। সভা শেষে এই কমিটির কার্যক্রম বেগবান করতে সকল সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।