রফিকুল ইসলাম বাবু ঃ
জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যলয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, প্রতি মাসে এখন থেকে জেলা কমিউনিটি পুলিশিং এর সভা হবে। এর পাশাপাশি উপজেলা গুলোতেও মাসিক সভা হবে। এত করে জেলা ও উপজেলার কমিউনিটি পুলিশিং কার্যক্রম সমৃদ্ধ হবে। আমরা কোন ব্যাক্তি বিষেশের কাছে অর্থের দিকে তাকিয়ে থাকতে হবে না। যদি কমিউনিটি পুলিশিং এর জেলা কমিটিতে উপদেষ্টাসহ প্রায় ২২ হাজার ৬শ’ ৩৫ জন সদস্য রয়েছে তারা যদি ১শ’ টাকা করে মাসিক চাঁদা দেয় তাহলে ২২ লাখ টাকার অধিক অর্থ সংগ্রহ হবে। সারা বছর অনুষ্ঠান করলেও আমাদেরকে কারো কাছে অর্থের জন্য হাত পাততে হবে না। জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সুফি খাইরুল আলম খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সদর থানা কমিউনিটি পুলিশিংএর সভাপতি সালাউদ্দিন জিন্নাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল আহমেদ, চাঁদপুর মডেল থানার অসি ওয়ালী উল্লাহ অলী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কমিউনিটি পুলিশ সিপিও হারুন আর রশিদ।