প্রতিনিধি
কমে গেছে মুরগির দাম। চাঁদপুরের বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি ২৮০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৩০-৩৪০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে অন্তত ৬০ টাকা। এছাড়া লেয়ার, ব্রয়লার ও কক মুরগির দামও গত সপ্তাহের তুলনায় কমেছে। কোরবানি ঈদ উপলক্ষে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাইকারি দেশি মুরগি বিক্রেতা মোহাম্মদ হান্নান চাঁদপুর নিউজকে বলেন, ‘বাজারে মুরগির ক্রেতা নেই। তাই চাহিদা না থাকায় দামও কমেছে। প্রতিবছরই কোরবানি ঈদের আগে মুরগির দাম কমলেও এবার কমেছে সবচেয়ে বেশি।’
একই বাজারের একাধিক মুরগি বিক্রেতা চাঁদপুর নিউজকে জানান, গতকাল বাজারে ছোট দেশি মুরগি (৭৫০ গ্রাম ওজন) বিক্রি হয় কেজি ২৮০ টাকায়। এক কেজির বেশি ওজনের দাম আরো কম, ২৫৫ টাকা। পাকিস্তানি জাতের কক মুরগি বিক্রি হয় ২২০-২২৫ টাকায়।
বিক্রেতা আবদুল কালাম জানান, বাজারে ফার্মের ব্রয়লার মুরগি (এক কেজি ওজনের কম) বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৪০ টাকায়। তবে দেড় কেজি বা বেশি ওজনের ব্রয়লার মুরগি আরো কমে কেজি ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে।
উৎপাদনকারী ও বিক্রেতাদের ব্যবসা ভালো না হলেও ক্রেতারা খুবই খুশি। দাম কমার সুযোগে অনেকে বেশি পরিমাণ মুরগি কিনে ফ্রিজে রাখছেন।
বিক্রেতারা বলছেন, ঈদের পরবর্তী ১৫ দিন মুরগির এই দামের কোনো পরিবর্তন হবে না। আর বিক্রির জন্য মজুদ মুরগিগুলোকে ওই সময় পর্যন্ত অবিক্রিত অবস্থায় খাবার দিয়ে রাখার খরচ অনেক। ফলে বিক্রেতারা খরচ কমাতে নিজ তাগিদেই মুরগি বিক্রি করে দেবেন।