প্রতিনিধি
চাঁদপুরের সর্ববৃহৎ কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান, শহরের চিত্রলেখা মোড়ের সন্নিকটে অবস্থিত �কম্পিউটার বাজারে� দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় কম্পিউটার বাজারে থাকা দোকানের এক স্টাফ ও প্রত্যক্ষদর্শী ক�জন জানান, জিয়া ছাত্রাবাসের রাস্তা দিয়ে ভেতর থেকে ২০-২৫ জন যুবক দেশীয় বড় বড় অস্ত্র নিয়ে দৌড়ে এসেই অতর্কিতভাবে কম্পিউটার বাজারে হামলা চালায়। দোকানটি তখন পুরোপুরি খোলা ছিলো। তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সামনের পুরো গ্লাস ভাংচুর করে এবং ভেতরেও কিছু গ্লাস ও সামগ্রী ভাংচুর করে। তারা পাশের মান্নান হোটেলের গ্লাসও ভাংচুর করে। এসব অস্ত্রধারী যুবকের প্রত্যেকের মুখোশ পরা ছিলো। ৪-৫ মিনিটের মতো তাণ্ডব চালিয়ে তারা সবাই দৌড়ে এ দিক সেদিক চলে যায়।
ঘটনার এমন আকস্মিকতায় সবাই হতবাক হয়ে যায়। ঘটনার পরপর এএসপি (সদর) সার্কেল সৈকত শাহীন ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আসে।