চাঁদপুর: করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সবাইকে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি এ আহবান জানান।
করোনা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও মনে করেন চাঁদপুরের জেলা প্রশাসক।
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানও করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর বলেন, সবাইকে সচেতন হতে হবে। শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো যাবে না। নিজ থেকে সবাইকে সচেতন হতে হবে।
এর পরই ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অমীত চক্রবর্ত্তী, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন, ইমরান মাহমুদ ডালিম, মঞ্জুরুল মোর্শেদ, আবিদা সিফাত, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দলের সদস্য এইচএম জাকিরসহ আরো অনেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/