
চাঁদপুর: করোনা পজিটিভ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে হাজী আলী আকবর কুড়ালী (৬৫) নামে আরও এক ব্যাক্তি মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক টিম তাদের ১৬৬তম কাফন-দাফন আপডেট-এ তথ্য নিশ্চিত করে।
আলী আকবর খান কুড়ালী শহরের পুরান বাজার ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদীর বাসিন্দা হাজী রহমত আলী কুড়ালী ছেলে।
জানাগেছে, মৃতের পরিবারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক টিমকে দাফন কাজে সহযোগিতার অনুরোধ জানান।
রাত ৯টায় সেচ্ছাসেবক টিম হাসপাতাল থেকে লাশ বাড়ীতে নিয়ে গোসল জানাজা ও দাফনকার্য সম্পন্ন করেন এবং রাত ১১.৩০ টায়।
চাঁদপুরনিউজ/এমএমএ/সংবাদদাতা/
