চাঁদপুরে করোনায় আজ কোন মৃত্যু না হলেও, জেলায় মোট মৃত্যু ১৭৩ জনে দাঁড়িয়েছে। উপসর্গে মৃত্যু অব্যাহত রয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৪৪৬ জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজ (আরটি-পিসিআর ও র্যাপিড এ্যন্টিজেন টেস্টসহ) ১,০৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ ৪৪৬ জন, নেগেটিভ ৬১৪ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০,৯৯৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৭,২০৮জন। চিকিৎসাধীন ৩,৬১৮ জন।
আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২০৮ জন, হাজীগঞ্জে ৪৪ জন, ফরিদগঞ্জে ৪৭ জন, মতলব দক্ষিণে ৪২ জন, কচুয়ায় ১ জন, শাহরাস্তিতে ৫৪ জন, মতলব উত্তরে ২০ জন ও হাইমচরে ৩০জন।
করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬৪ জন, হাইমচরে ৪ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন, ফরিদগঞ্জে ২৭ জন, হাজীগঞ্জে ২৫জন, কচুয়া ৮ জন, ও শাহারাস্তিতে ২২ জন।