করোনা ভাইরাসের সংক্রমণ থেকে চাঁদপুরকে রক্ষার জন্যে এ জেলার সার্বিক কার্যক্রম সারাদেশে প্রথম অবস্থানে আছে। এ তথ্য জানালেন এনএসআইর যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক। তিনি গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের এনএসআইর কাছে তথ্য আছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা সর্বপ্রথম কাজ শুরু করে। তখন অন্য কোনো জেলা এটি নিয়ে কাজ শুরু করে নি। প্রথমদিকে চাঁদপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিলো। পরে পনরদিন পার হওয়ার পর এই সংখ্যা কমতে থাকে। চাঁদপুর জেলায় প্রথমদিকে এই কার্যক্রম শুরু হওয়ায় এর সংখ্যা নিয়ে দেশব্যাপী আলোচিত হয়। চাঁদপুর শুরু করার অনেক পরে অন্যান্য জেলা শুরু করেছে। এখন ওইসব জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা বাড়ছে, আর আমাদের সংখ্যা কমছে। এই জেলার স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, মিডিয়াসহ সকলে মিলে কাজ করায় এখনো এ জেলার মানুষকে আল্লাহ অনেক ভালো রেখেছেন। তাই আমি বলছি, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা কার্যক্রমে সারাদেশে চাঁদপুর জেলা প্রথম অবস্থানে আছে।