চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ কর্মহীন লোকজনের উদ্দেশ্যে বলেছেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। যারা কর্মহীন হয়ে পড়েছেন, তারা যেন না খেয়ে না থাকেন। গতকালও আমরা কর্মহীন ৫৩৬ পরিবারকে ৫ কেজি করে চাল এবং আজকেও প্রায় ৪২৫জনকে দেয়া হয়েছে। এছাড়াও যারা টেলিফোনে এবং মেসেজ দিয়ে আমাদেরকে তাদের খারাপ অবস্থার কথা জানিয়েছে তাদের মধ্যে ৪০জনকে দেয়া হবে। আমরা কাউকে ফেরাবোনা। আমাদের যতটুকু সামর্থ আছে, তা নিয়ে আপনাদের পাশে থাকবো।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে অসহায়, দু:স্থ ও কর্মহীন ৪২৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ত্রান বিতরণ কার্যক্রম সার্বিক সহযোগিতা করেছেন আমাদের গঠিত স্বেচ্ছাসেবক টিম। তারা গতকাল থেকেই শুধু নয়, অনেক আগে থেকেই অত্যন্ত কষ্ট ও পরিশ্রম করেছেন। এজন্য তাদের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই।
বিতরণ কার্যক্রম সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, অলিদুজ্জামানসহ জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।
বিতরণকৃত কর্মহীনদের মধ্যে ছিলো ৬০ জন লঞ্চঘাটের কুলি, ৭৫ জন বাসের হেলপার, বড় স্টেশন এর ১০০ জন হকার, সিএনজি ও অটোচালক ৭০ জন, বড় স্টেশনের একটি ছিন্নমূল পথশিশু স্কুলের ৭০ জন অভিভাবক ও অন্যান্য দুঃস্থ পরিবার ৫০ সহ মোট ৪২৫ জন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/