কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের কার্যালয় নির্মাণ কাজ চলছে।
মতলব উত্তর: মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামলীগের দলীয় কার্যালয়ের নির্মাণ কাজ এগিয়ে চলছে। কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের বটতলা নামক স্থানে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ সোবহান সরকার (সুভা)’র আর্থিক অর্থায়নে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় নির্মাণ কাজ চলছে। এ নির্মান কাজে ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। আধা পাকা টিনসেট ঘর নির্মাণ করা হচ্ছে। কার্যালয় নির্মাণ কাজ শেষ হলে ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম কার্যালয়ের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ইউপি সদস্য মোঃ সোবহান সরকার (সুভা)।