জয়া চৌধুরী
তোমায় গাইতে গিয়ে
কড়ি কোমল গুলিয়ে ফেলি যদি
আমায় তুমি এমনি শুনো
রাগ করো না নদী
তোমায় বাজাতে গিয়ে
হঠাৎ যদি আঘাত দিয়ে ফেলি
আঙুল থেকে মেরজাব খুলো
রাগ করো না নদী
তোমায় শুনতে গিয়ে
তন্দ্রা ঘোরে বিন- অক্ষরে শুনি
মন্দ্রস্বরে নাভিমুলে
ধ্বনিত হয়ো নদী
তোমায় জানতে গিয়ে
বেপরোয়া ভুল আঁকি যদি
মন আকাশে ঠাঁই দিয়ো গো
নগ হয়ো না নদী।