চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী রহিমা আক্তার হ্যাপি হত্যাকাণ্ডে জড়িত স্বামী সারোয়ার হোসেন সুমনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সহপাঠীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালিত হয়। এসময় হ্যাপির সহপাঠীরা ঘাতক সুমনের ফাঁসি দাবি করে শ্লোগান দেয়। এসময় ঘাতকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বক্তব্য দেয়। চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজের ছাত্রী রহিমা আক্তার হ্যাপি চলতি বছর এইচএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন।
প্রসঙ্গত, গত শনিবার রাতে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়িতে প্রাণ হারান, কলেজছাত্রী রহিমা আক্তার হ্যাপি। এই ঘটনায় পুলিশ স্বামী সারোয়ার হোসেন সুমন ও শ্বাশুড়ি ছালেহা বেগমকে গ্রপ্তার করে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছে।