স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যানদী গ্রামে জয়নবী বেগম (৭০) কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুর ২টায় কল্যানদী গ্রামের কানতার খান বাড়িতে জোর পূর্বক সম্পত্তি দখল করে বসত ঘর নির্মান করার সময় প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী হাসপাতালে এনে ভর্তি করায়। জানা যায়, কল্যানদী ৩নং ওয়ার্ডের কানতার খানের বাড়ির মৃত আলম খানের এক একর সম্পত্তি জোর পূর্বক তার চাচাতো ভাই দেলোয়ার খান ও তার ছেলেরা দখল করার পায়তারা করে। ঘটনার দিন দুপুরে আলম খানের জায়গায় প্রতিপক্ষরা বসত ঘর নির্মান করার সময় তার স্ত্রী জয়নবী বেগম এসে প্রতিবাদ করে। এসময় দেলোয়ার খানের স্ত্রী নাজমা বেগম ও তার মেয়ে রাজিয়া বেগম লাঠিসোঠা নিয়ে এসে বৃদ্ধাকে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।