স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের রঙের গাও এলাকায় বসতঘরে সিদ কেটে চুরির সময় হাতেনাতে চোরকে আটক করেছে বাড়ির লোকজন। পরে থানা পুলিশ খবর পেয়ে চোর মহসিন ছৈয়াল(১৮) কে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, গতকাল শুক্রবার ভোর রাতে কল্যানপুর ইউনিয়নের রঙের গাও এলাকার শাহাজান বকাউলের বসতঘরে সিদ কেটে চুরি করার সময় অন্ধকারে মানুষের নড়াচড়া টের পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় তড়িঘড়ি করে চোর মহসিন ছৈয়াল একটি ভ্যানটি ব্যাগ নিয়েন পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনায় কল্যানপুর ইউনিয়নের চৌকিদার আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১০