চাঁদপুর সদর উপজেলার কল্যান্দীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম।
গত ১৫ নভেম্বর রোববার বিকেল ৫টায় সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নির্দেশনায় চাঁদপুর সদর উপজেলাধীন কল্যান্দী বেপারী বাড়িতে অভিযান পরিচালনা করে রুবিনা আক্তার (২৫) (স্বামী মোঃ আরিফ বেপারী)কে তার নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ২৮০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের টের পেয়ে স্বামী মোঃ আরিফ বেপারী (৩০) দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।