মিনু রহমান
আজ কিছু লেখার একাগ্রতা ণেই —
মনকে ভাসিয়ে দিয়েছি মেঘের গায় –
বর্ষা হয়ে নেমে আসবে শুন্যতার ভেতরে
গ্রহের বলয় জুড়ে ব্যাপ্ত হয়ে আসবে-
অকুলি বিকুলি ভালোবাসা দিয়ে ভেঝাবে-,
দিগন্তবিস্তৃত উল্লসিত আনন্দে জলধারায়
মুছে যাবে নীলিমার চারিদিক–
তবে অমরতা বদলে যাবেনা, পাবে পূর্নতা,
সন্মোহনে ভিজবে-বুকে উঠবে উতলা ঢেউ।
বিহঙ্গের চঞ্চুর লতা কোথায় যেন হারিয়ে যাবে
পানির পাতাল ছুঁতে ছুটবে শুভ্র শতবর্নের ফুল,
নীলাম্ভরী শাড়ি চুন্বন দিয়ে থাকবে গায়ে–
আলুথালু শরীর জুড়ে কত রকম আলপনা-
পৃথীবির বুকে ভালোবাসি বলে তর্জন- গর্জনে
হয়ে যাবে কিছু পাগলামী —
গহন পরিধি স্বপ্ন দেখাবে -সর্বস্ব উড়িয়ে দিওনা
ধরে রাখ ঘূর্নিঝরের মাঝে হৃদয়ভূমিতলে,
হাওয়া বদলে দেবে জলের খেলার জীবন
পুরানো জায়গাগুলি ধুঁয়ে মুছে যাবে
আবার রোদ্দুর সঁপে দিবে আলোর ঝিলিক
বিগ্রহ দেবে মল্লিকা- মালতির সুরভি-
সোনার সূতোয় নকশা আঁকা মৃগের কস্তুরী।