জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁও: সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে চোরাইপথে প্রতিদিন দেশে ঢুকছে শত শত ভারতীয় গরু। কোরবানীর ঈদের আগে গরু পাচারকারীরা আরও সক্রিয় হয়ে উঠেছে।
সীমান্ত এলাকা ঘুরে জানা গেছে, জেলার প্রায় ২০টি স্পট দিয়ে প্রতিদিন ভারতের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কাঠের তক্তা বসিয়ে শত শত ভারতীয় গরু পাচার করে আনছে চোরাকারবারীরা। ঊর্ধ্বতন মহলের চাপে কয়েকটি গরু আটক করে বিজিবির সদস্যরা।
সীমান্ত পার হয়ে আসার পর চোরাকারবারীরা বিজিবির টোকেন নিয়ে কাস্টমস অফিসে গরু প্রতি ৫শ’ টাকা করিডোর ফি জমা দিয়ে দেশের ভেতরে আনার নিয়ম থাকলেও সেটি মানা হচ্ছে না। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চোরাকারবারী ও অসাধু কিছু বিজিবি কর্মকর্তা হাতিয়ে নিচ্ছে