স্টাফ রিপোর্টার
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘোষণার পর চাঁদপুর শহরে ছাত্রশিবির ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর করে ও বেশ ক�টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
গতকাল রাতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘোষণার পরই চাঁদপুর সরকারি কলেজ গেটে হঠাৎ ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। এ সময় তারা বেশ ক�টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা কলেজ সম্মুখস্থ রোডে চলাচলকারী কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে। এ ঘটনার পর থেকেই বিজয় মেলার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। শহরের দোকানপাট বন্ধ হওয়ায় শহর একেবারে ফাঁকা হয়ে যায়। এ দিকে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানের বাড়িতেও রাতে ককটেল বিস্ফোরণ, লক্ষ্মীপুর বাজারস্থ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও হামলা হয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি। পুলিশ সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহলরত অবস্থায় রয়েছে। রাত ১০টার পর কাদের মোল্লার ফাঁসি আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিতের সংবাদে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে অনুমিত হয়।