কাবা শরীফ ধৌত করার পর সোমবার কাবাঘরের সিনিয়র রক্ষক (সাধিন) ও কাবার খাদেম শায়খ আবদুল কাদির তাহা আল শাইবীর হাতে নতুন তালা এবং চাবি হস্তান্তর করেন মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল।
সৌদি গ্র্যান্ড মুফতি প্রফেসর আবদুল রহমান আল সোদাইস এ সময় উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, রাজকীয় ফরমান অনুযায়ী, পুরাতন তালাটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে
২০০৯ সালে কিং আবদুল আজিজ সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজিকে নির্দেশ দেয়া হয়েছিল।
কাস্টের একটি সিনিয়র এবং বিশেষজ্ঞ দল গবেষণা করে ১৮ ক্যারট সোনার একটি তালা লাগানোর ব্যবস্থা করে।
এর আগে কাবাঘরের খাদেম শেখ কাদির আল শাইবী এক বিবৃতিতে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুরোধে পুরাতন তালা পরিবর্তন করে সেখানে নতুন তালা লাগানো হয়েছে।
তিনি আরো বলেন, কাবাঘর ওয়াশ, গিলাফ পরিবর্তন এবং চাবি পরিবর্তনসহ সব বিষয় রাজকীয় আদালতের মাধ্যমে জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ৩০ বছরের পুরনো মরিচাধরা তালা পরিবর্তন করে কাবা শরীফে নতুন তালা লাগানো হয়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ