মিজানুর রহমান রানা
চাঁদপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে গতকাল বুধবার বিকেলে চাঁদপুর প্রেসকাব আয়োজিত স্মরণসভা ও কোরআনখানি সম্পন্ন হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, মানুষের মাঝে যে কর্ম দিয়ে অমর হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁদপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী। তিনি সর্ব স্বার্থের ঊর্ধ্বে থেকে মহৎ কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন সাদা মনের আলোকিত মানুষ। ঝড়ঝঞ্ঝা বিুব্ধ সমাজে তিনি ছিলেন একজন দিকপাল। তিনি সদালাপী, নির্লোভ মানুষ ছিলেন। মানুষের উপকারে তিনি দ্রুত এগিয়ে আসতেন। চাঁদপুরের সাংবাদিকসহ ক্রীড়া েেত্রর উন্নয়নে তিনি ছিলেন অগ্রণী। প্রজ্ঞা, দতা, মেধা ও আদর্শে তিনি একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। আজীবন সাংবাদিকতা, ক্রীড়া ও শিােেত্র কাজ করে গেছেন। চাঁদপুরের মাটি ও মানুষের সাথে কামরুজ্জামান চৌধুরীর ছিলো নিবিড় সম্পর্ক। বক্তারা আরো বলেন, কামরুজ্জামান চৌধুরী চাঁদপুরের ক্রীড়াঙ্গনের প্রাণপ্রিয় মানুষ। তিনি চাঁদপুরে অনেক খেলোয়াড় তৈরি করে গেছেন। কামরুজ্জামান চৌধুরীর কৃতিত্ব চাঁদপুরবাসী কোনোদিন ভুলবে না।
চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন ও সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নানের উপস্থাপনায় শোকসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, পুলিশ সুপার আমির জাফর, এএসপি সদর সার্কেল সৈকত, শাহীন, ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল, এডিএম মাসুদ আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক আ. রহমান, চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম, আরটিভির জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দৈনিক মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহীন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাপ্তাহিক চাঁদপুর সকালের প্রকাশক ও সম্পাদক মোশারফ হোসেন লিটন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদি, চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির, সী ফুডের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, প্রফেসর মনোহর আলী, হাজীগঞ্জ মডেল কলেজের অধ্য ড. আলমগীর কবির পাটওয়ারী, সদর পৌর বিএনপির সভাপতি অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, চাঁদপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা স্কাউট-এর সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর, গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আব্বাস উদ্দিন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্য মোশারেফ হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্য নূর খান, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, শাহজাহান হায়দার, খন্দকার মাহবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের শিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর বাহার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, টিআইবির এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম প্রমুখ। এর আগে চাঁদপুর বেগম জামে মসজিদের মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসকাবে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেগম মসজিদের খতিব মাও. মাহবুবুর রহমান, কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আবু নাঈম।
এছাড়াও গতকাল বুধবার বাদ আসর চাঁদপুর বাসস্ট্যান্ড গোর এ গরিবা জামে মসজিদে মরহুম কামরুজ্জামান চৌধুরীর পরিবারের প থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ানুষ্ঠান সম্পন্ন হয়। গোর এ গরিবা জামে মসজিদে খতিব ও মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুর রশিদ তালুকদার দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।