খন্দকার আরিফ
২০১৩ সালের অনুষ্ঠিতব্য কামিল পরীক্ষার ফলাফল গত মঙ্গলবার ওয়েব সাইটে ঘোষনা করা হয়। সারাদেশে কামিল পরীক্ষার ফলাফলে নবম ও চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসা। এ বছর ১৬৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৭জনই কৃতকার্য লাভ করে শতভাগ ফলাফল অর্জন করায় চাঁদপুরে গৌরব সৃষ্টি করেছে।
এ অর্জনে আলিয়া মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূরুল্লাহ্ নূরী, মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ও মডেল ইউনির্ভাসিটি কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, এ গৌরব চাঁদপুর তথা চট্টগ্রাম বিভাগে পরিচিতি লাভ করেছে। এ জন্য আমার পক্ষ থেকে সকল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে এর ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা থাকবে বলে মনে করেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. হেজবুর রহমান এ ফলাফল আগামীতেও ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক মন্ডলী, গর্ভনিং বডি, অভিভাবকসহ হাজীগঞ্জ তথা চাঁদপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।