প্রতিনিধি
কারাগারে থেকেও চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তার রাজনীতির উত্থান, রাজনৈতিক জীবন এবং তৃণমূল পর্যায়ের মানুষের সাথে সাবলীল সম্পর্কের কারণে তিনি তরুণ-যুবক থেকে বয়োবৃদ্ধ মানুষের মধ্যে একটা সহানুভূতি ও ধৈর্যশীল রাজনৈতিক ধারা প্রবর্তন করেন। সেই কারণে তাঁর বহু কর্মী সমর্থক রয়েছেন, যারা আশা করছেন তিনি রাজনৈতিক কারণে বর্তমানে কারাগারে থাকলেও তার পক্ষে সাধারণ মানুষ উৎসাহী ও আশাবাদী হয়ে তাকে পৌরসভার মেয়র পদে নির্বাচনের অনুরোধ জানান। এ প্রসঙ্গে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল-এর ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে জানা গেছে, তিনি পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষের আগ্রহের প্রতি লক্ষ্য রেখে প্রার্থী হবেন এবং মনোনয়নপত্র ক্রয় করবেন এবং পৌরসভা নির্বাচন করে জয়লাভ করলে সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাক্সক্ষার প্রতি সর্বদা খেয়াল রাখবেন। চাঁদপুরের নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় নেতা চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপি’র সদস্য কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল গ্রেফতারের বেশ কিছুদিন পূর্বে সমকালীন রাজনীতি ও জনগণের আস্থা বিষয়ক এক প্রশ্নের জবাবে এ প্রতিবেদকের সাথে একান্ত আলাপে জানিয়েছিলেন, রাজনীতিবিদদের করণীয় হচ্ছে সকল দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশের এবং জনগণের স্বার্থের কথা চিন্তা করে রাজনীতিবদগণ একমত পোষণ করে জনগণের কল্যাণে সুস্থ রাজনীতি করা। তাহলে দেশের সব ধরনের সঙ্কট কেটে যাবে। তিনি আরো জানিয়েছিলেন, সুস্থ রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে রাজনীতি। এটি স্বাভাবিকভাবেই ভালো ফল বয়ে আনে। আর অসুস্থ রাজনীতি হচ্ছে মানুষের মধ্যে বিভেদ, দুর্নীতি এবং নিজের স্বার্থের রাজনীতি। এসব স্বাভাবিকভাবেই মানুষের কল্যাণ করে না এবং এর ফলে স্বাভাবিকভাবেই রাজনীতির কুফল বয়ে আনে। এ ক্ষেত্রে আমাদের দেশের বিশেষ করে রাজনীতিবিদদের সুস্থধারার রাজনীতি চর্চার মাধ্যমে দেশ এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সম্পূর্ণভাবে সুস্থ ধারার রাজনীতিতে পরিচালিত করতে হবে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।