শওকত আলী =
চাঁদপুর শহরের পুরাণবাজার ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে কারেন্ট জাল বিক্রির অপরাদে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ কারাদন্ড প্রদান করেন চাঁদপুর জেলা নির্বাহী ম্যাজিস্টেড কামাল মোঃ রাসেদ। সন্ধ্যায় পুরাণবাজার সুতা পট্টিতে অভিযানকালে এ সাজা প্রদান করা হয়। এছাড়া পুরাণবাজার সুতাপট্টিতে যৌথ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেড ফারজানা আলম ও কামাল মোঃ রাসেদ। সুতাপট্টি ও লাচ্ছি সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ কামাল ও ফারজানা আলম। এ সময় তারা পুরাণবাজার সুতা পট্টির একটি ব্যবসা কেন্দ্রে কারেন্ট জাল ও সুতা আটক করে। ওই দোকানের মালিক না পেয়ে তার ছেলে রাজীব বর্মনকে আটক করে ১ বছরের কারাদণ্ড এবং দোকানটি সিল কালা করে দেওয়া হয়। অপরদিকে পুরাণবাজারের আরো অবৈধ্যভাবে বিভিন্ন কারখানায় নিম্ন মানের বিস্কুট ও লাচ্ছি সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুতের কারনে তাদেরকে প্রথম বারের মত সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত রয়েজ রোড এলাকার লাচ্ছি সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালায়। এসময় নোংরা পরিবেশে সেমাই বানানোর কারণে পাঁচতারা কোম্পানীর প্রতিষ্ঠান মুন্নি বেকারীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য গত কদিন পূর্বে পুরাণবাজার মা মনি স্টোরের মালিক শচীন দেবনাথকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয় ও মজুদ করে রাখায় ১৫ দিনের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত । কিন্তু এরপরও পুরাণবাজারের সুতা ও জাল বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয় চালিয়ে যাচ্ছে অশাদু ব্যবসায়ীরা কতিপয় সুতা ব্যবসায়ী।