চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নবীনবরণ আগামীকাল ২৫ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ মিডল্যান্ড হাসপাতালের পঞ্চম তলায় সকাল ১০টায় এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদীপ কুমার দত্ত, বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ ও সমাজসেবক ডাঃ জেআর ওয়াদুদ টিপু, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী ও অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যাটস-এর অধ্যক্ষ ও চেয়ারম্যান ডাঃ হারুন-অর-রশিদ সাগর। অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ম্যাটস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।