তিন দফা দাবি আদায়ে শিক্ষক সমিতি
কাল থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে তালা
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে বুধবার থেকে চাঁদপুরসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাখা ও মঙ্গলবার বিকাল ৫টা থেকে দাবি আদায় পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মো. আবদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। এর আগে তিন দফা দাবি আদায়ে শহীদ মিনারে এক শিক্ষক সমাবেশ করে শিক্ষকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের একধাপ নিচে নির্ধারণ এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসন না করার প্রেক্ষিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচির আহ্বান করা হয়।