প্রতিনিধি=
আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চম দফায় আবারো ৮৩ ঘণ্টার অবরোধ ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
গতকাল বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর মধ্যে শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় টিকা দিবসের কাজে নিয়োজিত যানবাহন, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪র্থ দফার অবরোধের শেষ দিনে গতকাল চাঁদপুর শহরে অবরোধের সমর্থনে সকাল বেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে কালী বাড়ি এলাকায় আসার সময় পুলিশের বাধায় পড়ে। এ সময় ১৮ দলীয় জোটের মিছিলটি কালী বাড়ি এলাকা প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
১৮ দলীয় জোট নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে মিছিল শেষ করে চলে যাওয়ার পর পুলিশের একটি দল জেলা বিএনপির সেক্রেটারীর বাসভবনে তল্লাশি চালান। তবে এ সময় এ বাড়িতে রাজনৈতিক কোনো নেতা-কর্মী ছিলেন না বলে জানা গেছে। অবরোধ চলাকালে সকাল থেকেই শহরে রিক্সা ও অটোরিক্সা চলাচল ছিলো স্বাভাবিক। দুপুরের পর বেশ ক�টি সড়কে সিএনজি স্কুটার ও মাইক্রো গাড়ি চলাচল করতে দেখা যায়। শেষ দিনের অবরোধে শহরে তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
অবরোধের সমর্থনে সকাল পৌনে ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি এসএম কামালউদ্দিন চৌধুরী, অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, শহর জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুল্লাসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।
অবরোধের সমর্থনে সকাল সাড়ে ৯টায় শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল বের করে। মিছিলটি বাস স্ট্যান্ড এলাকা থেকে হাসান আলী মাঠ হয়ে কালী বাড়ি আসার পথেই পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুসহ বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের ক� শতাধিক নেতা-কর্মী।
অবরোধের সমর্থনে বাস স্ট্যান্ড এলাকায় মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৮টায় চাঁদপুর সরকারি কলেজ গেট এলাকা থেকে অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে মিছিল বের করা হয়।
পত্রিকায় এলাকার নাম ও সংগঠনের নাম ছাপা যাতে হয় সে জন্য মিশন রোড ও বড় স্টেশন এলাকায় ২/৪টি অটোরিক্সা ভাংচুর করে অবরোধকারীরা। সকাল বেলায় শহরে পুলিশের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা বেড়ে যায়।