চাঁদপুরে ৪ দিনের সফরে আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) আসছেন।
ছারছীনার পীর ছাহেবের শুভাগমন উপলক্ষে চাঁদপুুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দতৃবৃন্দ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ আছর চাঁদপুর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, ২০ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর কচুয়া প্রসন্নকাপ খানকায়ে ছালেহিয়া দীনিয়া কমপ্লেক্স , ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর শাহরাস্তি চেঙ্গাচাল দারুচ্ছুন্নাত নেছারিয়া ছালেহিয়া দীনিয়া কমপ্লেক্স , ২২ ফেব্রুয়ারি শুক্রবার ফরিদগঞ্জ সন্তোষপুর দরবার শরীফ মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁদপুরে ছারছীনা পীর ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত ৩০টি দীনিয়া মাদ্রাসার পড়াশোনার খোঁজ খবর নিবেন এবং মুরিদ-ভক্তবৃন্দের তরিকার ছবক প্রদান করবেন।
চাঁদপুরে ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার মাহফিল সফল করতে সংগঠনের সকল জেলা ও উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দকে এবং সকল দীনিয়া মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ দ্বীনদার মুসলমানদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।