চাঁদপুর নিউজ রিপোর্ট
দু দফায় বন্ধ হয়ে যাওয়া নদীসিকস্তি হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দু দফায় এ নির্বাচন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে তেমন একটা আগ্রহ নেই। যদিও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন : বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া (মোটর সাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী (দোয়াত কলম), স্বতন্ত্র পরিচয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (কাপ পিরিচ), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ পাটওয়ারী (আনারস) এবং বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডঃ মোখলেছুর রহমান (ঘোড়া)। অবশ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে হারুন অর রশীদকে ইতিপূর্বে বিএনপি সমর্থন দিলেও গত ১৯ নভেম্বর বিকেলে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে দলের প্রবীণ নেতা অ্যাডভোকেট মুখলেছুর রহমানকে সমর্থন দেন।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) আওয়ামী লীগ সমর্থিত মোঃ সোহেল হাওলাদার (উড়োজাহাজ), স্বতন্ত্র মোঃ কবির হোসেন (চাপকল), মোঃ মনির সরকার (বই) ও মোঃ ফজলুর রহমান (চশমা)। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সেলিনা আক্তার শেফালী (হাঁস) ও বিএনপি সমর্থিত মাকছুদা বেগম (ফুটবল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় ৬৯ হাজার ৭শ’ ৮০জন ভোটার। ৩১টি ভোট কেন্দ্রের ১শ’ ৮৬টি বুথে চলবে ভোটগ্রহণ। দুর্গম চর বেষ্টিত এই উপজেলার চরাঞ্চলে মোট কেন্দ্র রয়েছে ৯টি। চরের ভোটার সংখ্যা ১৬ হাজার ৬শ’ ৮৩ জন।
হাইমচর উপজেলাটির অবস্থান শরীয়তপুর, ফরিদপুর এবং ভোলা জেলার মাঝখানে। এই উপজেলায় রয়েছে কমপক্ষে ২০টি দুর্গম চর। এসব চরে জনবসতিও তেমন নয়। পুলিশ বা প্রশাসনের লোকজন পারতপক্ষে এসব চরে যেতে চায় না। উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকাযোগে চরগুলোতে যেতে হয়। শত প্রতিবন্ধকতার মধ্যও নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন আছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুল্লাহ নুরী। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে কাজ করবে যৌথ বাহিনী। এদিকে স্থানীয় সাংসদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে পেশীশক্তি ও কালো টাকার প্রভাব বিস্তারের আশঙ্কা করেছেন।