প্রতিনিধি
আজ শুক্রবার দিন গিয়ে রাত পোহালেই কাল ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকেই শুরু হবে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ ক্ষেত্রে যেন সাধারণ ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে, এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জে ৭৯টি কেন্দ্রে ৫১৫টি বুথে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিবে সাধারণ ভোটাররা। সে জন্য আজ ১৪ মার্চ শুক্রবার ভোট গ্রহণের জন্য প্রত্যেক কেন্দ্রে বিভিন্ন সরঞ্জামাদী পাঠানো হয়েছে। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনী দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দায়িত্ব পালন করছেন। শনিবারের দিন ঘনিয়ে এবং ভোট গণনা শেষে কে পাবেন উপজেলা পরিষদের চেয়ারটি। তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটছে।
ইতিমধ্যে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করেছেন। এমনকি গত বুধবার রাতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিউলী আক্তারকে কলস প্রতীকের সমর্থকরা তার উপর হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ নিয়ে সকল প্রার্থীদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ৭৯টি কেন্দ্রে সর্বসাকূল্য ভোটার ২ লাখ ৩শ’ ২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ৫শ’ ১৫ জন এবং মহিলা ভোটার ১লাখ ৮শ’ ৮ জন। এর মধ্যে হাজীগঞ্জ পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রে ১৮ হাজার ৮৩ জন পুরুষ ভোটার ও ১৭ হাজার ৭শ’ ১৩ জন মহিলা ভোটার রয়েছে। আগামীকাল তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা চাঁদপুর বার্তাকে বলেন, সাধারণ ভোটাররা নির্ভয়ে যেন কেন্দ্র গিয়ে ভোট প্রদান করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক নিরাপত্তা দেয়া হবে। কোন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হবে। এ সকল ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা বলয় জোরদার রাখা হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর ৩টি টিম উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।