চাঁদপুর প্রতিনিধি :বর্তমানে কিছু কিছু সংবাদপত্র উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনীতিকদের চরিত্র হনন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এমপি।
শুক্রবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোনো কোনো রাজনীতিকের চরিত্রহননের জন্যে সংবাদপত্রকে ব্যবহার করা হচ্ছে।”
তিনি আরো বলেন, “ সাংবাদিকতার জগতে কোনো আগাছা এসে যেন সাংবাদিকতার ঐতিহ্যকে ক্ষুন্ন না করতে পারে সে দিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।