ঢাকা: একাডেমিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিডনি ফাউন্ডেশন ও রিসার্চ ইনিষ্টিটিউট এ ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। ১৬জুলাই মঙ্গলবার কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনিষ্টিটিউট পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ সবুর খান কিডনি ফাউন্ডেশন এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ এর নিকট এই চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, এমেরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এম মিজানুর রহমান, পরিচালক (স্টাডিজ) অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, এলাইড হেল্থ সাইন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. শাহ মোঃ কেরামত আলী, পরিচালক (ফিন্যান্স ও একাউন্টস) মমিনুল হক মজুমদার, ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমরান হোসেন, ড. বেলাল হোসাইন, ড. নাদিরা বেগম এবং সহকারী পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল প্রমুখ।
কিডনি ফাউন্ডেশন হসপিটাল ও রিসার্চ ইনিষ্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ অতিথিদের স্বাগত জানান এবং ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম ঘুরিয়ে দেখান ও হাসপাতাল পরিচালিত বিভিন্ন কর্মকান্ডের উপর সংক্ষিপ্ত ধারনা দেন। পরিদর্শনকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামিম আহমেদ এবং অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন।