প্রতিনিধি
রসু খা’ নামটি অনেকেরই মনে থাকার কথা। বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার। ১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনী বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছে। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলা চলছে আদালতে। কবে নাগাদ এসব মামলার নিস্পত্তি হবে তা কেউই জানে না।
চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খান ভালবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়ার কিলারে পরিণত হয়। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর তার লৌমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পরার পর তার সেই আশা গুড়েবালিতে পরিণত হয়। রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী।
রসু ভালবাসার অভিনয় করে নিন্মবিত্ত পরিবারের মেয়েদের ঢাকার সাভার এলাকা থেকে চাঁদপুরে এনে প্রত্যন্ত এলাকায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। হত্যার শিকার ওইসব হতভাগ্য মেয়েদের অধিকাংশেরই সঠিক নাম ঠিকানা বা পরিচয় আজো জানা যায় নি। এদর কারো বাড়ি রংপুর, কারো দিনাজপুর, কারো গাজীপুর। তবে সে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পালতালুক গ্রামের পারভীন আক্তার নামের একটি মেয়েকেও হত্যা করেছে। এলাকাবাসী তার দ্রুত বিচার দাবি করেছেন।
রসুকে গ্রেফতারের পর চাঁদপুর ও ফরিদগঞ্জ থানায় মোট ১০টি মামলা দায়ের করা হয়। এর ভেতর ১টি হত্যা ও অপরগুলো নারী ও শিশু নির্যাতন আইনে। তার মামলাগুলো বিচারের জন্য চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে সেখানে একটি মামলার রায়ে রসু খালাস পেয়ে যায়। এ অবস্থায় তার বাদবাকি মামলাগুলো চাঁদপুর আদালতে পুনরায় ফেরৎ পাঠিয়ে দেয় ট্রাইব্যুনাল। বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে ১টি এবং অতিরিক্ত জেলা জজ আদালতে ৮টি মামলার বিচার চলছে। চাঁদপুরের পিপি অ্যাডভোকেট আমানউল্যাহ সরকার, বিশেষ পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান তালুকদার জানালেন, তারা তার সর্বোচ্চ সাজার ব্যাপারে আশাবাদী। তবে স্বাক্ষী নিযে একটু সমস্যার কারণে বিচার কাজ প্রলম্বিত হচ্ছে। আর রসুর পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবি বললেন, রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষীদের হাজির করতে পারছে না। রসু খালাস পাবে।
রসু খান বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছে। মাঝে মধ্যেই তাকে আদালতে আনা হয় হাজিরার জন্য। সে আদালতে আসলে অস্বাভাবিক আচরণ করে। কোর্টে কর্মরত পুলিশ সদস্যরা জানালেন, তার ভেতর বেপরোয়া ভাব লক্ষ্য করা যায়। সে পুলিশের কাছে এটা সেটা দাবি করে। কেউ কিছু বললে সে তাকে মামলায় জড়িয়ে দেবার ভয় দেখায়। তবে চাঁদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল্লা আল মামুন জানান, সে জেলখানায় স্বাভাবিক আচরণ করে এবং জেলের সব নিয়ম-কানুন মেনে চলে।
রসু খা ২০০৯ সালের রোজার ভেতর ফরিদগঞ্জের মুন্সিরহাঁটে একটি মসজিদের ফ্যান চুরির ঘটনায় প্রথম পুলিশের হাতে ধরা পড়ে। তখন পুলিশ বুঝতে পারে নি সে একজন মারাত্মক খুনী। সেই চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় জামিনে ছাড়া পাবার পর তারই ফেলে যাওয়া একটি সিম কার্ডের সূত্র ধরে পরে পুলিশ তাকে আবারো গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার খুনী জীবনের ইতিবৃত্ত। রসু খার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ৮টি মামলা সাক্ষ্য গ্রহণ এবং একটি মামলা যুক্তিতর্ক গ্রহণের পর্যায়ে রয়েছে। এসব মামলা কবে শেষ হবে তা কেউ বলতে পারছে না। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাকিয়ে রয়েছে কবে হবে মামলার সমাপ্তি এবং তারা পাবে স্বজন হত্যার বিচার সেই দিকে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।