শাহরিয়ার খান কৌশিক,
বাবা মা হারা অসহায় কিশোরীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভনে চাঁদপুরে ঘুরতে নিয়ে আসার পর স্থানীয় জনতা দুজনকে আটক করে। পরে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়।
শনিবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।
খবর পেয়ে হরিণা নৌ পুলিশ তাদেরকে হরিনা ঘাট এলাকা থেকে আটক করে ফাঁিেড়ত নিয়ে আসে।
রবিবার দুপুরে নৌ পুলিশ আটক যুবক কিশোরীকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানায়, শরীয়তপুর ভেদরগঞ্জের সেকান্দর ঢালির ছেলে সাইফুল ইসলাম ঢালী(২৮)এর সাথে ফরিদপুরের বারেক মোল্লার মেয়ে ইয়াসমিনের মোবাইলে যোগাযোগ হয়। পরে সাইফুল ইসলাম মোবাইলে ফোনে ফুসলিয়ে অসহায় বাবা মা হারা ইয়াসমিন কে দেখা করার জন্য বলে। ইয়াসমিন তার বড় ভাইয়রে সাথে ঢাকায় থাকে। সাইফুল ইসলামের কথা মত বাড়ি থেকে বেরিয়ে আসলে সে বিয়রে প্রলোভন দেখিয়ে শনিবার দুপুরে যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকা থেকে চাঁদপুরে নিয়ে আসে। তারা দুইজন চাঁদপুর ঘোরাঘুরি করে অবশেষে রাতে হরিণা ফেরিঘাট এলাকায় আসে। এ সময় তাদের ঘুরাঘুরি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের দুজনকে আটক করে। পরে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে পুলিশ ফাঁিেড়ত নিয়ে আসে।
ঘটনার পর খবর পেয়ে ছেলের বাবা সেকান্দর ঢালী ও মেয়রে ভাই ঢাকা থেকে চাঁদপুরে চলে আসে।
বিয়রে প্রলোভন দেখিয়ে লম্পট সাইফুল ইসলাম কিশোরীকে বিয়ে না করে তার ইজ্জত হানি করার চেষ্টা চালায়।
পুলিশের হাতে আটক হওয়ার পরেও কিশোরীকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয় সাইফুল ইসলাম।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দােেয়রর প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।