
চাঁদপুর শহর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়। চাঁদপুর মডেল থানার ওসির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বড় স্টেশন, যমুনা রোড, কয়লা ঘাট ও তার আশেপাশের এলাকায় কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করেন।
এই বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন সকলের সহযোগিতা কামনা করেন এবং সকল কিশোর ও অভিভাবকদের সচেতন এবং সর্তক হওয়ার আহ্বান জানান।