চাঁদপুর:
চাঁদপুর শহরের পুরাণবাজার মসজিদ পট্টি নতুন রাস্তায় বেয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মোম ফ্যাক্টরী-রিফিউজি কলোনী মধ্যস্থ নতুন রাসত্দায়, মসজিদ পট্টি, গোয়াল পট্টি ও রমনী মোহন সড়কে দিনে রাতে অনেক কুকুর বিচরণ করছে। প্রতিনিয়ত ঐসব রাস্তায় চলাচলকারী সাধারণ পথচারী, মহল্লাবাসী এবং পুরাণবাজার জামে মসজিদের মুসল্লিদের কুকুরের সামনে বিপজ্জনক অবস্থায় পড়তে হয়। কুকুরের কামড় থেকে আত্মরক্ষার জন্য মানুষকে দৌড় পর্যন্ত দিতে হয়। এ পরিস্থিতিতে কুকুর
মঙ্গলবার দিবাগত রাতে হামিদ মাস্টারের চায়ের দোকানের সামনে ৫-৬টি কুকুর একটি ছাগলকে একা পেয়ে কামড়িয়ে অর্ধেক খেয়ে ফেলে। সকালে ছাগলটি মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কুকুরের এ অত্যাচার থেকে বাঁচার জন্য পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার আতঙ্কিত মানুষ।