চাঁদপুরে কুকুড়ের কামড়ে ১৯ জন আহত হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় পাগলা কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী রয়েছে। বাকি ৯ জন পথচারী নারী। এদের মধ্যে ৪ জন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থকেন্দ্রে চিকিৎসা নিয়েছে। এছাড়া চাঁদপুর সদর উপজেলার হরিণায়, তরপুরচন্ডী ও পুরাণবাজারে কুকুরের কামড়ে ১ জন করে আহত হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছে ঃ ধানুয়া গ্রামের মিয়াজী মো. মাসুদের ছেলে ধানুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. জাহিদ হাসান সাগর, সুমী (পিতা অজ্ঞাত), মজিবুল্লা খানের দু’মেয়ে ফাতেমা ও জান্নাত। এছাড়া চাঁদপুর সদরের হরিণা এলাকার ইব্রাহিম, তরপুরচন্ডী এলাকার আবুল হোসেন ও পুরাণবাজারের মেহেদী জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিয়েছে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সেকান্দর খাঁর বাড়ির কাছে মঙ্গলবার সকালে এক পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। সকাল ১১টার দিকে বিদ্যালয় যাওয়ার পথে সাগরসহ অন্যান্য শিক্ষার্থীরা ঐ স্থানে আসলে কুকুরটি তাদের কামড়ায়। এ সময় পথচারী বেশ ক’জন নারীকেও ঐ কুকুর কামড়িয়ে আহত করে।
উল্লেখ্য, বেওয়ারিশ কুকুর নিধন না করায় জেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে লোকজন আহত হচ্ছে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃপক্ষ কুকুর নিধন অভিযান পরিচালনা না করায় এদের উপদ্রব বেড়ে যাচ্ছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।